• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

মেয়ের বাড়ি থেকে ফেরা হলো না আব্দুল হাদীর

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২০  

সাইকেলে করে মেয়ের বাড়ি থেকে ফিরছিলেন ৫৫ বছর বয়সী বৃদ্ধ আব্দুল হাদী। পথে ঘাতক ট্রাক কেড়ে নিল তার প্রাণ। ট্রাকচাপায় দ্বিখণ্ডিত হয়ে গেছে তার দেহ। শুক্রবার সকাল ছয়টার দিকে এমন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দিনাজপুর-ঢাকা মহাসড়কের বিরামপুর কলেজ বাজারের বটতলী মোড়ে।

বিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মতিয়ার রহমান এই খবর নিশ্চিতে করেছেন। তিনি জানান, ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক ও সহযোগী পালিয়ে গেছে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা আরো জানান, ‘বিরামপুর পৌরসভার পারভবানীপুরের (মুন্সিপাড়া) বাসিন্দা আব্দুল হাদী শুক্রবার সকালে মেয়ের বাড়ি থেকে বিরামপুর শহরে আসছিলেন। কলেজ বাজার বটতলী মোড়ে রাস্তা পার হওয়ার সময় পেছন থেকে আসা আলুবোঝাই একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে তার শরীর দ্বী-খণ্ডিত হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা ট্রাকটিকে আটকে রেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে ট্রাকটি থানায় নিয়ে আসে।’

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির বলেন, ‘সকালে কলেজ বাজার বটতলী মোড়ে আলুবোঝাই ট্রাকের চাপায় সাইকেল আরোহীর এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের লাশও উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –