• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

যারা টিকা নেবে না তাদের জীবন কঠিন করে দেবেন ম্যাখোঁ

প্রকাশিত: ৫ জানুয়ারি ২০২২  

যারা করোনার ভ্যাকসিন নেননি তাদের জীবন কঠিন করে দেবেন বলে হুঁশিয়ারি জারি করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। ফ্রান্সের লা প্যারিসিয়ান সংবাদপত্রকে তিনি বলেন, ‘যারা ভ্যাকসিন নেয়নি আমি তাদের হয়রানি করতে চাই এবং এটা করে যেতে চাই।’

ফ্রান্সের এ মন্তব্যের বিরুদ্ধে বিরোধী দল বলছে, তিনি যে ভাষা ব্যবহার করেছেন তা একজন প্রেসিডেন্টের মানাই না। আন্তজার্তিক গণমাধ্যম বিবিসি বলছে, কভিডের বিল পাস নিয়ে বিলম্বিত হওয়ার কারণে এমন মন্তব্য করেছেন ম্যাখোঁ। বিরোধী আইনপ্রণেতারা বিলটির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছেন।  এই সপ্তাহে ভোটাভুটির পর বিলটি পাস হওয়ার কথা রয়েছে। তবে আইনপ্রণেতারা বলছেন, এই নিয়ে তারা মৃত্যুর হুমকিও পেয়েছে।

লা প্যারিসিয়ানকে দেওয়া সাক্ষাতকারে ম্যাখোঁ বলেন, তিনি জোর করে কাউকে ভ্যাকসিন দেবেন না, তিনি সামাজিক জীবনে যোগাযোগ সীমিত করার মাধ্যমে ভ্যাকসিন নিতে সবাইকে আগ্রহী করে তুলবেন।

ম্যাখোঁ আরো বলেন, ‘ভ্যাকসিন যারা নেয়নি আমি তাদেরকে কারাগারে পাঠাবো না। তাই আমাদের তাদেরকে বলা দরকার ১৫ জানুয়ারী থেকে আপনারা রেঁস্তোরায় যেয়ে খেতে পারবেন না। এমনকি কফি খেতে যেতে পারবেন না। থিয়েটারে যেতে পারবেন না, সিনেমায় যেতে পারবেন না।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –