• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

যেসব প্রসাধনী ফ্রিজে সংরক্ষণ করলে টিকবে বহুদিন

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২১  

নিত্য দিনের সাজগোজের জন্য নারীরা অনেক ধরনের প্রসাধনী ব্যবহার করে থাকেন। যা বেশ ব্যয়বহুলও হয়ে থাকে। তাই এসব প্রসাধনীর সঠিক যত্ন কীভাবে নেবেন তা জেনে রাখা জরুরি।

জানেন কি, কিছু প্রসাধনী বাইরে না রেখে ফ্রিজে রাখলে অনেকদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। এতে আপনার খরচও কমে যাবে। চলুন জেনে নেয়া যাক যেসব প্রসাধনী ফ্রিজে সংরক্ষণ করলে বেশিদিন ভালো থাকবে সেগুলো সম্পর্কে-

>> সুগন্ধি ফ্রিজে ভালো থাকে।

>> আই ক্রিম ফ্রিজে রাখুন। ঠাণ্ডা আই ক্রিম চোখের ক্লান্তি ও ফোলা ভাব দূর করতে সাহায্য করবে।

>> ফ্রিজে সংরক্ষণ করতে পারেন লিপস্টিক। এর ফলে লিপস্টিকে থাকা ন্যাচারাল অয়েল ভালো থাকবে। এছাড়া দীর্ঘক্ষণ ঠোঁটে অক্ষত রাখতেও লিপস্টিক ফ্রিজে রাখা জরুরি।
>> ফেসিয়াল মিস্ট বা স্প্রের বোতল ফ্রিজে রেখে দিন। এতে প্রসাধনীটি যেমন ভালো থাকবে, তেমনি ত্বক আরো দ্রুত সজীব হবে।

>> শীতে সানস্ক্রিন কমই ব্যবহৃত হয়। বেঁচে যাওয়া সানক্রিন বোতলসহ ফ্রিজে রেখে দিতে পারেন গ্রীষ্মে ব্যবহারের জন্য।

>> মাস্কারা রাখুন ফ্রিজে। বাইরে রাখলে দ্রুত ব্যাকটেরিয়া বাসা বাধতে পারে এতে।
   
>> অ্যালোভেরা জেলের কৌটা নিশ্চিতে রেখে দিতে পারেন ফ্রিজের কোণে।

>> অনেকদিন পর্যন্ত ফ্রিজে ভালো থাকে নেইল পলিশ। বাইরে রাখলে এটি জমে যায় দ্রুত।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –