• মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

রংপুর নগরবাসীকে পুলিশের ১৫ নির্দেশনা

প্রকাশিত: ২ এপ্রিল ২০২১  

রংপুরে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে নগরবাসীর উদ্দেশ্যে ১৫টি নির্দেশনা দিয়েছে পুলিশ। ১ এপ্রিল থেকে পরবর্তী ১৫ দিন রংপুর মেট্রোপলিটন এলাকায় বসবাসকারী সবাইকে এসব নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।

বৃৃহস্পতিবার আরপিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তম প্রসাদ পাঠক স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নির্দেশনা অমান্য করলে আইনি ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও দেয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৫ দিন রংপুর মেট্রোপলিটন এলাকায় বিয়ে-জন্মদিনসহ যেকোনো সামাজিক অনুষ্ঠান ও জনসমাগম বন্ধ থাকবে। মসজিদ-মন্দিরসহ সব ধর্মীয় উপাসনালয়ে মাস্ক পরিধানসহ যথাযথ স্বাস্থ্যবিধি পরিপালন করতে হবে। পর্যটন ও বিনোদনকেন্দ্রে জনসমাগম ও মাস্কবিহীন প্রবেশ নিষিদ্ধ। বিদেশ থেকে আসাদের ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন নিশ্চিত করতে হবে।

আরো বলা হয়েছে, গণপরিবহনে মাস্ক পরিধানসহ ধারণ ক্ষমতার ৫০ ভাগ যাত্রী বহন নিশ্চিত করতে হবে। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, শপিংমলে মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজায় রাখাসহ যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। হোটেল-রেস্তোরাঁয় ধারণ ক্ষমতার ৫০ ভাগের অধিক মানুষ একসঙ্গে প্রবেশ বা অবস্থান করতে পারবে না। অপ্রয়োজনীয় ঘোরাফেরা, আড্ডা দেয়া যাবে না। জরুরি প্রয়োজন ছাড়া রাত ১০টার পর বাইরে বের হওয়া নিয়ন্ত্রণ করতে হবে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –