• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

রংপুরে দালাল চক্রের ছয় সদস্য গ্রেফতার

প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২০  

রংপুর নগরীর বিভিন্ন এলাকা থেকে দালাল চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের হয়রানি ও তাদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিভিন্ন চিকিৎসক ও ক্লিনিকে নিয়ে যাওয়াসহ বিভিন্ন অভিযোগে শনিবার তাদের গ্রেফতার করা হয়। 

রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তম প্রসাদ পাঠক জানান, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা রোগীদের দালাল চক্রের সদস্যরা বিভিন্নভাবে হয়রানি করে থাকে।

এমনকি রোগী ও তাদের আত্মীয়-স্বজনদের প্রলোভন দেখিয়ে বিভিন্ন চিকিৎসক ও এক ক্লিনিক থেকে অন্য ক্লিনিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এমন অভিযোগের ভিত্তিতে নগরীর কদমতলী এলাকার ছাদিকুল ইসলাম, সিও বাজার সরদারপাড়া এলাকার একরামুল হক, ধাপ শিমুলবাগ এলাকার সৈয়দ মুন্না মিয়া, কেরানীপাড়া এলাকার রহমান, বাহারকাছনা এলাকার ইয়াসিন ইসলাম জয়, শিবের বাজার এলাকার হায়দার আলীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে নগরীর কোতয়ালী থানায় একটি মামলা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –