• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

রংপুরে পুলিশের অভিযানে দালাল চক্রের ৩ সদস্য গ্রেফতার

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২১  

রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) অভিযানে রোগী ধরা দালাল চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে মেট্রোপলিটন কোতোয়ালী থানার ধাপ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মহানগরীর ধাপ হাজিপাড়া এলাকার খলিলুর রহমানের ছেলে শফিকুল ইসলাম (৫৪) একই এলাকার গোলাম মোস্তফার ছেলে সৈয়দ মুন্না (৫২) এরং ঠাকুরগাঁও জেলার বালিয়াটারী উপজেলার মেহেরদা পাড়া এলাকার নুর মোহাম্মদের ছেলে জমসেদ আলী (৪৮)।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ডিবি এন্ড মিডিয়া উত্তম প্রসাদ পাঠক।

পুলিশ জানায়, রংপুর মহানগরী এলাকায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে প্রত্যেক দিন যেসব রোগী আসে তারা নানাভাবে দালাল চক্রের সম্মুখীন হন। তাদেরকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে এক ক্লিনিক থেকে অন্য ক্লিনিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়।

বুধবার দুপুরে কোতয়ালী থানাধীন ধাপ জেল রোডস্থ রংপুর মেডিকেল কলেজ ও সিটিস্ক্যান ডায়াগনস্টিক সেন্টারের সামনে থেকে রোগী ও তাদের স্বজনদের সাথে মারমুখি আচরন করার সময় ০৩ জন চিকিৎসা দালাল চক্রের সদস্যকে গ্রেফতার করা হয়।

রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) উত্তম প্রসাদ পাঠক জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আরপিএমপি কোতোয়ালী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –