• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

রংপুরে বিকেল পাঁচটার পর ঔষধ ব্যতীত দোকান বন্ধের নির্দেশ

প্রকাশিত: ৫ এপ্রিল ২০২০  

রংপুরে বিকেল পাঁচ টার পর থেকে ওষুধের দোকান ছাড়া  জেলার  সব ধরনের দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। রোববার বিকেলে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আসিব আহসান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধ ও সামাজিক দুরুত্ব নিশ্চিত ও জেলার সকল মানুষের স্বাস্থ্যঝুকির কথা বিবেচনা করে প্রতিদিন বিকেল পাঁচটার পর থেকে ঔষধের দোকান ব্যাতিত সব ধরনের দোকানপাট, কাচাবাজার, হাটসমুহ ও পার্কেট বন্ধ ঘোষণা করা হলো। 

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবত থাকবে। তবে কৃষিপণ্য পরিবহন ও বিপণনজনিত ক্রয় বিক্রয় এর আওতামুক্ত থাকবে বলে এতে জানানো হয়।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –