• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

রংপুরেও চলছে করোনা মোকাবেলায় সর্বাত্মক লকডাউন

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২১  

সারাদেশের মতো রংপুরেও চলছে করোনা মোকাবেলায় সর্বাত্মক লকডাউন। রাস্তার মোড়ে মোড়ে বসেছে পুলিশের চেকপোস্ট। আজ বুধবার (১৪ এপ্রিল) ভোর ছয়টা থেকে শুরু হয়েছে সর্বাত্মক লকডাউন। করোনা পরিস্থিতি মোকাবেলায় এই লকডাউন ঘোষণা করা হয়েছে। 

সারাদেশের মতো রংপুর মেট্রোপলিটন পুলিশও লকডাউন কার্যকর করার ব্যাপারে মাঠে নেমেছে। অপ্রয়োজনে কেউ বাইরে বের হলে তাকে ফিরে যেতে বাধ্য করা হচ্ছে। বিশেষ প্রয়োজন বা পাস থাকলে তবেই ছাড় দেয়া হচ্ছে। 

এছাড়াও অপ্রয়োজনে বের হওয়া রিক্সা, মোটর সাইকেল এবং অন্যান্য যানবাহন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করছে। এর পাশাপাশি মানুষদের সচেতন করার কাজ করছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

এবারের সর্বাত্মক লকডাউনে শহরের রাস্তাঘাট ফাঁকা, দোকানপাট বন্ধ এবং মানুষজন খুবই কম। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানান, অপ্রয়োজনে বের হওয়া মানুষদের সচেতন করার পাশাপাশি লকডাউন এর কার্যকারিতা এবং সুফল যেন সাধারণ মানুষ পায়, সেই লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –