• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

রমেকে আরো ৭৪ জনের করোনা শনাক্ত

প্রকাশিত: ১৪ আগস্ট ২০২০  

রংপুর মেডিকেল কলেজের (রমেক) পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে ৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৯ দশমিক ৩৬ শতাংশ। শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজের (রমেক) অধ্যক্ষ অধ্যাপক ডাঃ একেএম নুরুন্নবী লাইজু।

তিনি বলেন- আক্রান্তদের মধ্যে রংপুর সেনপাড়ার ১ , করোনা হাসপাতালের ৫ , লালকুঠি ২, ডিসি অফিস ১ , সদর ১, আলমনগর ১, পূর্বশালবন ১, খটখটিয়া ২, কেরানিপারা ১, পানডারদীঘি ১, নিসবেতগনজ ১, মেট্রো পুলিশ ২, নিউ ইন্জিনিয়ার পাড়া ১, রংপুর কমিউনিটি হাসপাতাল ১, খামারপাড়া ১, মুলাটল ১, কৃষি গবেষনা ১, সেনট্রাল রোড ১, রমেকে ভর্তি ১, পীরগঞ্জ ৩ জন, মিঠাপুকুর ১ জন, তারাগঞ্জ ১ জন।

তিনি আরো বলেন- কুড়িগ্রাম সদরের ৪ জন, উলিপুর ৬ জন, ফুলবাড়ী ৩ জন, রৌমারী ৪ জন; লালমনিরহাট সদরের ৫ জন, আদিতমারী ৩ জন, কালীগঞ্জ ৪ জন; গাইবান্ধা সদরের ৫ জন, সুন্দরগঞ্জে ১ জন সাদুল্যাপুর ৫ জন, সাঘাটা ১ জন এছাড়া দিনাজপুরের ১ জন রয়েছেন।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –