• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

রৌমারীতে ৩ দিন পর কবর থেকে লাশ উত্তোলন

প্রকাশিত: ১৪ আগস্ট ২০২০  

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আখিরুল ইসলাম (২২) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছে। সে রাতেই স্বজনরা ময়না তদন্ত ছাড়াই তার লাশ দাফন করায় আদালতের নির্দেশে তিনদিন পর শুক্রবার দুপুরে তার লাশ উত্তোলন করা হয়। পরে তার মরদেহ বিকেলে নৌকা যোগে কুড়িগ্রামের উদ্দেশ্যে পাঠানো হয়।
 
এসময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নবিরুল ইসলাম, রৌমারী থানার অফিসার ইনচার্জ আবু মো: দিলওয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা মমিনুল ইসলাম ও নিহতের স্বজনরা। নিহত আখিরুল ইসলাম দাঁতভাঙ্গা ইউনিয়নের চরইটালুকান্দা গ্রামের আবুল হোসেনের পুত্র।

রৌমারী থানার অফিসার ইনচার্জ আবু মো: দিলওয়ার হোসেন জানান, গত মঙ্গলবার মধ্যরাতে বাংলাদেশের বেশ কিছু গরু ব্যবসায়ী সীমান্ত পার হয়ে ভারত প্রবেশ করে গরু আনতে যায়। গরু নিয়ে গভীর রাতে সীমান্তের ১০৫২ ও ৫৩ নং মেইন পিলার এলাকা দিয়ে আসার পথে ভারতে আসামের আলগা ক্যাম্পের টহলরত বিএসএফ জোয়ানরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। 

এসময় আখিরুল ইসলাম ভারতের বিএসএফের গুলিতে নিহত হন। রাতেই নিহত আখিরুল ইসলামকে বাড়িতে এনে স্বজনরা ময়না তদন্ত ছাড়াই তার লাশ দাফন করে। পরে আদালতের নির্দেশে শুক্রবার তার লাশটি উত্তোলন করা হয়। লাশ উত্তোলনের পর সুরৎহাল শেষে দুপুরের পর নৌকাযোগে কুড়িগ্রামে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –