• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

লকডাউনের ৪র্থ দিনে দিনাজপুরে তিনটি মার্কেট সিলগালা

প্রকাশিত: ২৬ জুলাই ২০২১  

দিনাজপুরের বিভিন্ন স্থানে লকডাউন বাস্তবায়নে জরিমানাসহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণ অব্যাহত রেখেছে প্রশাসন। 

সোমবার খানসামায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে সরকারি নির্দেশনা অমান্য করার দায়ে ৬টি মামলায় ৫৯৫০ টাকা আদায় করে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন এসিল্যান্ড মারুফ হাসান। ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলামের পাশাপাশি এসিল্যান্ড মো.মারুফ হাসান বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন।

অপরদিকে, লকডাউন বাস্তবায়নে ফুলবাড়ী উপজেলা প্রশাসন রবিবার সকাল থেকে সন্ধা পর্যন্ত অভিযান চালিয়ে পৌর শহরের তিনটি মার্কেট সিলগালাসহ ৩৮টি মামলায় ৯ হাজার একশত টাকা জরিমানা আদায় করেন।

ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রিয়াজ উদ্দিন এবং উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কানিজ আফরোজের নেতৃত্বে শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।

একই সাথে মুখে মাস্ক ছাড়াই অযথা ঘোরাফেরা করাসহ নিষেধাজ্ঞা উপেক্ষা করে হেলমেট ছাড়াই মোটরসাইকেল চালানোর দায়ে ৩৮ জনকে অর্থদন্ড করে ৯ হাজার একশত টাকা জরিমানা আদায় করেন। এ সময় সেনাবাহিনী, বিজিবি, থানা পুলিশ ও আনসার সদস্যরা অভিযানে সার্বিক সহযোগিতা করেন।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –