• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

লালমনিরহাটে নতুন ঘর পেল ৪২২ পরিবার

প্রকাশিত: ২১ জুলাই ২০২২  

লালমনিরহাটে নতুন করে আরো ৪২২ ভূমিহীন-গৃহহীন পরিবার আশ্রয়ণ প্রকল্পের ঘর পেল। জেলার ৫ উপজেলায় বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে সুবিধাভোগী পরিবারগুলো ঘরে বসবাস শুরু করতে যাচ্ছে।

জেলা প্রশাসক সূত্র মতে, আশ্রয়ণ প্রকল্পের আওতায় বিভিন্ন সময় ২৫৮৯টি গৃহহীন পরিবারকে ঘর দেয়া হয়েছে। আজ নতুন করে ৪২২টি পরিবারকে ঘর দেয়া হলো। এ নিয়ে জেলার ৩০১১টি গৃহহীন পরিবারের পুর্ণবাসন হলো।

কালীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তা ফেরদৌস আহমেদ বলেন, ঘর তৈরির মান যাচাইয়ে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ একাধিকবার এ স্থান পরিদর্শন করেছেন। ঘর তৈরিতে মানসম্মত সামগ্রী ব্যবহার করা হয়েছে।

আদিতমারী উপজেলা প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তা মফিজুল ইসলাম বলেন, এখানে বিশুদ্ধ পানির জন্য নলকূপ দেয়া হয়েছে। প্রত্যেক বাড়িতে বিদ্যুতের ব্যবস্থাও করা হয়েছে।

লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর বলেন, পর্যায়ক্রমে সকল গৃহহীন পরিবারকে ঘর দেয়া হবে। সেই লক্ষ্য বাস্তবায়নে প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –