• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

শাওমির বড় চমক, উল্টা দিকে ভাঁজ হবে স্মার্টফোনের স্ক্রিন

প্রকাশিত: ১০ জুলাই ২০২১  

ভাঁজ করা যায় (ফোল্ডিং) এমন স্মার্টফোন বাজারে এনে রীতিমতো চমকে দিয়েছিল স্যামসাং। এবার চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি আরো বড় চমক দিতে প্রস্তুত। শাওমির নতুন ডিজাইনে এবার উল্টা দিকে স্ক্রিন ভাঁজ হবে। অর্থাৎ বাইরের দিকে ভাঁজ হবে স্ক্রিন।

মূলত স্যামসাং গ্যালাক্সি ফোল্ডিংকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে গেল শাওমি। এতদিন যে ডিজাইনগুলি ছিল, তাতে স্ক্রিন ভেতরে ভাঁজ হতো, এবার হবে উল্টা দিকে।

এরই মধ্যে এই ধরনের মোট ৭টি ডিজাইনের পেটেন্ট নিয়েছে শাওমি। মোড়ানো ডিসপ্লের কারণে ফোন ফোল্ট থাকা অবস্থায় দ্বিতীয় কোনো স্ক্রিনের প্রয়োজন হবে না। একটি স্ক্রিনই তখন ছোট সাধারণ ফোনের মতো ব্যবহার করা যাবে। আবার যখন প্রয়োজন হবে, ভাঁজ খুললেই হয়ে যাবে ট্যাবলেট!

জানা গেছে, চলতি বছরেই লঞ্চ হতে পারে নতুন এই প্রযুক্তির শাওমি স্মার্টফোন।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –