• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

শিক্ষাপ্রতিষ্ঠানে বিদ্যুতের ব্যবহার কমানোর নির্দেশ

প্রকাশিত: ২৪ জুলাই ২০২২  

সব শিক্ষাপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট অফিসে বিদ্যুতের ব্যবহার ২৫ শতাংশ ও জ্বালানির ব্যবহার ২০ শতাংশ কমানোর নির্দেশনা দেওয়া হয়েছে। রোববার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নির্দেশনার পরিপ্রেক্ষিতে চলমান পরিস্থিতি বিবেচনায় মাউশির অধীন সব অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিদ্যুৎ-জ্বালানি সাশ্রয় করতে হবে। সে লক্ষ্যে নতুন করে ৫ দফা নির্দেশনা অনুসরণ করতে বলা হলো।

নির্দেশনার মধ্যে রয়েছে-

মাউশি ও এর অধীন সব অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিদ্যুতের ব্যবহার ২৫ শতাংশ কমাতে হবে। প্রতিষ্ঠান প্রধানরা বিষয়টি নিশ্চিত করবেন। এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রতি মাসের ৩ তারিখের মধ্যে এ অধিদফতরের মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন উইংয়ে পাঠাতে হবে।
শিক্ষক-কর্মকর্তার গাড়ির মাসিক জ্বালানি প্রাপ্যতা ২০ শতাংশ হ্রাস করতে হবে।

যেসব সভা-অনুষ্ঠান অনলাইনে করা সম্ভব, সেসব অনুষ্ঠান সশরীরে আয়োজন পরিহার করতে হবে।

যেসব কর্মকর্তাদের রুমে এসি আছে, সেসব এসি ২৬ ডিগ্রি সেলসিয়াসে চালাতে হবে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –