• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

শেখ হাসিনা কখনো বলেননি জোর করে ক্ষমতায় থাকবেন: শাজাহান খান

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২২  

শেখ হাসিনা কখনো বলেননি জোর করে ক্ষমতায় থাকবেন: শাজাহান খান         
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান বলেছেন, শেখ হাসিনা জোর করে ক্ষমতায় থাকবেন তা কখনো বলেননি। জনগণ তাকে ভোট দিয়ে নির্বাচিত করলেই তিনি সরকার পরিচালনা করবেন।

গতকাল রোববার বিকেলে মাদারীপুর শহরের শকুনী লেকের পাড়ে স্বাধীনতা অঙ্গনে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শাজাহান খান বলেন, আগামীতে জাতীয় সংসদ নির্বাচন হবে। সেই নির্বাচনে জনগণ ভোট দেবে। জনগণ যাদের ভোট দিয়ে নির্বাচিত করবে তারাই সরকার পরিচালনা করবে।

তিনি আরো বলেন, জনগণ যদি আওয়ামী লীগের পক্ষে ভোট না দেয় তাহলে তো শেখ হাসিনা জোর করে ক্ষমতায় থাকবেন না। তবে দেশে যে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মানুষ আওয়ামী লীগকেই ভোট দেবে।

এ সময় মাদারীপুরের ডিসি ড. রহিমা খাতুনসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –