• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

‘শেখ হাসিনা ছাড়া কেউ বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজ করেননি’

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২২  

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া বীর মুক্তিযোদ্ধাদের কেউ সম্মান করেননি বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। শুক্রবার দিনাজপুরের বিরলে বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ এবং তাদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে এ কথা বলেন তিনি। 

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা, ভ্রমণ এবং ভাতা বাড়ানোর পাশাপাশি রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের ব‍্যবস্থা করেছেন। তিনি ছাড়া তাদের কেউ সম্মান করেননি অথচ বীর মুক্তিযোদ্ধাদের এটা প্রাপ‍্য ছিল। রাষ্ট্রের দায়িত্ব ছিল তাদের সম্মান করার।

তিনি বলেন, অনেকে বীর মুক্তিযোদ্ধা সেজে ক্ষমতা দখল করেছেন। মানুষকে শোষণ ও শাসন করেছেন। এক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধাদের শুধু সম্মানই করেননি, মানবতার মা হয়ে আত্মমর্যাদার সহযোগী হিসেবে তাদের বাড়ি করে দিচ্ছেন। বীর মুক্তিযোদ্ধাদের দায়িত্বটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের কাঁধে নিয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব সবক্ষেত্রে আমাদের সক্ষমতা বেড়েছে। তার দূরদর্শিতা ও সাহসী নেতৃত্বের জন্য এসব সম্ভব হয়েছে। জিয়াউর রহমান, এরশাদ এবং খালেদা জিয়ার সময় উন্নয়ন হয়নি শুধু ভাষণ হয়েছে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে সাধারণ মানুষের উন্নয়নে ও সামগ্রিক জনগোষ্ঠীর জন্য কাজ করছেন।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –