• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

শেখ হাসিনার দেয়া স্বপ্নের লাল ছাউনিতে হাকিমপুরের পা হারানো রোকেয়া

প্রকাশিত: ২২ জুন ২০২১  

সীমান্তবর্তী হিলি-হাকিমপুর উপজেলার বোয়ালদাড় গ্রামের দুই পা হারানো নারী রোকেয়া (৪০)। স্বামী-সন্তান, জমি-ভিটা কিছুই ছিল না তার। ‘যেখানে রাত, সেখানেই কাত’ অবস্থা ছিল তার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি উদ্যোগ পাল্টে দিয়েছে রোকেয়ার দুঃখ-দুর্দশায় ভরা জীবনের চিত্র।

কষ্টের জীবনকে বিদায় জানিয়ে রোববার (২০ জুন) রোকেয়া উঠেছেন ‘স্থায়ী ঠিকানা’ লাল টিনের ছাউনিতে গড়া নতুন ঘরে। মুজিব বর্ষ উপলক্ষে উপহারস্বরূপ এসব ঘর তৈরি করে দেওয়া হয়েছে তাদের। শুধু রোকেয়া নয়, রোকেয়া মতো এমন ১১০ ভূমিহীন পরিবার পেয়েছেন তাদের নতুন ঠিকানা।

হিলি-হাকিমপুর উপজেলা প্রশাসনের তথ্যমতে, প্রতিটি ঘর নির্মাণে ব্যয় হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। ইটের দেয়াল, কংক্রিটের মেঝে ও টিনের ছাউনি দিয়ে তৈরি এসব সেমিপাকা ঘরে দুটি শয়নকক্ষ, একটি খোলা বারান্দা, একটি রান্নাঘর এবং একটি শৌচাগার রয়েছে।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নুর এ আলম জানান, মুজিব বর্ষে ভূমিহীন ও গৃহহীন সব পরিবারকে নতুন ঘর তৈরি করে দেওয়ার উদ্যোগ নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। এর ধারাবাহিকতায় হিলিতে দ্বিতীয় পর্যায়ে ১১০ জন পরিবারের মাঝে এসব ঘর বিতরণ করা হয়েছে।

তিনি আরও জানান, ঘর নিমার্ণের কাজ প্রায় শেষ। এখন শুধু বাকি রয়েছে বিদুৎ-সংযোগ ও পানির ব্যবস্থা সেটিও আশা করছি উদ্বোধনের আগেই শেষ হবে ইনশা আল্লাহ।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –