• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ষড়যন্ত্রকারীদের চিহ্নিতে কমিশনের বিষয়ে জানতে চান হাইকোর্ট

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২২  

পদ্মাসেতু প্রকল্পে দুর্নীতির কল্পিত অভিযোগের নেপথ্যের ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে কমিশন গঠিত হয়েছে কিনা, তা ৩০ অক্টোবরের মধ্যে জানানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রোববার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেয়।

গত ২৮ জুন পদ্মাসেতু নির্মাণে ষড়যন্ত্রের নেপথ্যের কুশীলবদের খুঁজতে ১ মাসের মধ্যে কমিশন গঠনের নির্দেশ দিয়েছিল  হাইকোর্ট। সেই সঙ্গে ২ মাসের মধ্যে কমিশনকে রিপোর্ট জমা দিতে বলা হয়। 

কাদের প্ররোচনা ও মদদে পদ্মাসেতুতে বিশ্বব্যাংকসহ অন্যান্য দাতা সংস্থার অর্থায়ন বাতিল হয়, তা খুঁজে বের করতে তদন্ত কমিশন গঠন করতে কেন নির্দেশ দেওয়া হবে না, জানতে চেয়ে ২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি রুল জারি করে হাইকোর্ট।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –