• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

সংঘর্ষের পর লেবাননে সিরিয়ান শরণার্থী শিবিরে আগুন

প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২০  

লেবাননের উত্তরাঞ্চলে স্থানীয় সময় শনিবার রাতে সিরিয়ান শরণার্থী শিবিরে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। লেবাননের স্থানীয় বাসিন্দা এবং শরণার্থী শিবিরের কয়েকজন সদস্যের ভেতর মারামারির পর এ ঘটনা ঘটেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, মিনিয়েহ এলাকার ওই শিবিরে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে আহত বেশ কয়েকজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে ঠিক কয়জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, সে ব্যাপারে কিছুই জানাতে পারেনি ইউএনএইচসিআর।

ইউএনএইচসিআর-এর মুখপাত্র খালিদ কাব্বারা বার্তা সংস্থা এএফপি'কে জানান, আগুন লাগার পর তা ছড়িয়ে পড়ে। কারণ শিবিরটি তৈরি করা আছে প্লাস্টিক এবং কাঠ দিয়ে। সেখানে অন্তত ৭৫টি পরিবারের বসবাস বলেও জানান তিনি।

লেবাননের একটি পরিবারের সঙ্গে শরণার্থী শিবিরের একজন শ্রমিকের দ্বন্দ্ব হয়। সেই ঘটনার জেরে হাতাহাতির পর রাতের বেলা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আল-জাজিরার ওই প্রতিবেদনে বলা হয়, আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে লেবাননের সিভিল ডিফেন্স কাজ করেছে। সেখানে সেনাবাহিনী ও পুলিশের সদস্য মোতায়েন করে রাখা হয়েছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –