• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

সর্বোচ্চ ভিত্তিমূল্যে আইপিএলের নিলামে সাকিব ও মুস্তাফিজ

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২২  

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসরের নিলামে যেসব খেলোয়াড়ের নাম উঠছে তাদের তালিকা প্রকাশ করা হয়েছে। গতবারের মতো এবারো সর্বোচ্চ ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি রুপি। বাংলাদেশের দুই বড় তারকা সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান সর্বোচ্চ ভিত্তিমূল্যেই নিলামে আছেন।

আইপিএল ২০২২ এর মেগা অকশনে উঠছে মোট ১২১৪ জন ক্রিকেটারের নাম।

যাদের মধ্যে বিদেশি ক্রিকেটার হিসেবে ২৭০ জন খেলোয়াড়ের আছে আন্তর্জাতিক অভিজ্ঞতা। আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা নেই ৩১২ জন ক্রিকেটারের।  সহযোগী দেশগুলো থেকে আছে ৪১ জন ক্রিকেটার।  

৪৯ জন ক্রিকেটারকে রাখা হয়েছে সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে।  গত আসরেও সাকিবের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। তবে মুস্তাফিজের ভিত্তিমূল্য আগের আসরে ছিল ১ কোটি রুপি। এবারের নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি, বেঙ্গালুরুতে।

সাকিব-মুস্তাফিজরা সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটিতে নিলামে উঠলেও মোহাম্মদ নবী, মার্নাস লাবুশানে, লিয়াম লিভিংস্টোন, ডেভন কনওয়ের মতো তারকা উঠছেন ১ কোটির ভিত্তিমূল্যে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –