• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

সাইকেলে তিন দেশ ঘুরে ভারতীয় তরুণী এখন বাংলাদেশে

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৩  

সাইকেল চালিয়ে ভারতের কাশ্মীর থেকে শান্তির বার্তা পৌঁছে দিতে বাংলাদেশ এসেছেন ভারতীয় তরুণী সাবিতা মাহাত।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। পরে বাংলাদেশ ইমিগ্রেশনের সব কার্যক্রম শেষে জয়পুরহাটের উদ্দেশ্যে রওয়ানা হন তিনি।

সাইকেলে তিন দেশ ঘুরে ভারতীয় তরুণী এখন বাংলাদেশে

সাবিতা মাহাত জানান, তার বাড়ি ভারতের কাশ্মীরে। নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ভ্রমণ শেষে এবার বাংলাদেশের সফর করতে এসেছেন। প্রতিদিন ১৫০কিলোমিটার পথ সাইকেল চালাবেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশ-ভারত বন্ধুপ্রতীম দেশ। একারণেই দুই দেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে বাংলাদেশে সফর করতে এসেছি।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –