• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

সাইফের চ্যালেঞ্জে রাজি সাকিব

প্রকাশিত: ৪ জুলাই ২০২০  

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে দীর্ঘদিন একসঙ্গে খেলছেন সাকিব আল হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিন। দুজনের মাঝে সম্পর্কটা দারুণ। যেকোনো প্রয়োজনে সাকিবের কাছ থেকে পরামর্শ নেন সাইফ তথা সাইফউদ্দিন। তবে এবার পরামর্শ নয়, টাইগার অলরাউন্ডারকে একটা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন সাইফ।

ভয় না পেয়ে পেস বোলিং অলরাউন্ডারের চ্যালেঞ্জটি গ্রহণ করেছেন সাকিব। দুজনের এই লড়াইয়ে আম্পায়ার হিসেবে থাকবেন সাবেক ক্রিকেটার খালেদ মাহমুদ সুজন। 

শুক্রবার নিজের অফিশিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট করে চ্যালেঞ্জের বিস্তারিত জানান সাইফউদ্দিন। সেখানে তিনি লেখেন, আজকে সাকিব ভাই কে একটা চ্যালেঞ্জ অফার করলাম। আমি ২ ওভার বোলিং করবো এবং সাকিব ভাইকে ২২ রান নিতে হবে। সুজন স্যার থাকবে আম্পায়ার হিসেবে। মজার বিষয় হলো সাকিব ভাই ও চ্যালেঞ্জ টা গ্রহন করেছে।

করোনা পরবর্তী সময়ে সাকিবের প্রত্যাবর্তন একসঙ্গে উদযাপন করার প্রত্যাশা জানিয়ে সাইফউদ্দিন আরো লেখেন, যদিও সাকিব ভাই এর সমর্থক অনেক বেশি তারপরও আমার জন্য দোয়া চাচ্ছি । করোনা পরবর্তীতে মাঠে ফিরেই কিছুদিনের মধ্যে সাকিব ভাইয়ের প্রত্যাবর্তন উদযাপন করবো ইনশাআল্লাহ।

সাইফের চ্যালেঞ্জে জয় পেতে ব্যাটিং প্রিপারেশন নেয়ার কথা জানিয়েছেন সাকিব। দুজনের লড়াই দেখার অপেক্ষায় এখন ক্রিকেটভক্তরা।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –