• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

সিরিয়ায় সেনা বহনকারী বাসে সন্ত্রাসী হামলা, নিহত ২৮

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২০  

সিরিয়ার পূর্বাঞ্চলীয় শহর দেইর আজ-যোর প্রদেশে একটি সেনা বহনকারী একটি বাসে সন্ত্রাসী হামলায় অন্তত ২৮ জন নিহত হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, বুধবার দেইর আজ-যোর প্রদেশের প্রধান সড়কে একটি বাস লক্ষ্য করে সন্ত্রাসীরা ওই হামলা চালায়। এতে ২৮ জন নিহত ও ১৩ জন আহত হয়েছে। তবে এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানায়নি বার্তা সংস্থা সানা।

ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ (আইএস) এ হামলা চালিয়েছে। সিরিয়ান অবজারভেটরি দাবি  করছে, ওই হামলায় সিরিয়ার ৩৭ সেনা নিহত হয়েছে।

২০১১ সাল থেকে সিরিয়ায় বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীরা সহিংসতা শুরু করেছে। পরে উপায়হীন হয়ে সিরিয়ার সরকার ইরান এবং রাশিয়ার কাছে সন্ত্রাসীদের মোকাবেলায় সহযোগিতা চায়। দেশ দু’টি শুরু থেকেই সিরিয়ার সরকারকে এ ব্যাপারে সহযোগিতা করে আসছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –