• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সিলেট ওয়াসা প্রতিষ্ঠা

প্রকাশিত: ৫ মার্চ ২০২২  

সিলেট সিটি করপোরেশনভুক্ত এলাকার জন্য ‘সিলেট পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ’ (সিলেট ওয়াসা) প্রতিষ্ঠা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ১৯৯৬–এর ৩ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে স্থানীয় সরকার বিভাগ থেকে গত বুধবার এই প্রজ্ঞাপন জারি করা হয়।
স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ সাঈদ-উর-রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সরকার ২ মার্চ থেকে সিলেট সিটি করপোরেশনভুক্ত এলাকার জন্য সিলেট পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করল। এটি দেশের পঞ্চম ওয়াসা। বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনাতে ওয়াসা রয়েছে।

এর আগে সিলেট ওয়াসা গঠনের বিষয়ে একাধিক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।গত ৩০ জানুয়ারি এক পরামর্শ সভায় স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেন, সিলেট মহানগরীতে ওয়াসা গঠনের জন্য প্রাথমিক পদক্ষেপ হিসেবে গেজেট নোটিফিকেশন জারি, অর্গানোগ্রাম, চাকরি বিধিমালা প্রণয়নসহ অন্যান্য কার্যক্রম দ্রুত গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভাগ, দপ্তর ও সংস্থাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

ওই সভায় সিলেট-১ আসনের সাংসদ পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, সিলেটে আগের তুলনায় জনসংখ্যা বহুগুণ বেড়েছে। তাই এখানে একটি ওয়াসা প্রতিষ্ঠা করা জরুরি হয়ে পড়েছে।
কে/

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –