• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

সীমান্ত দিয়ে পাচারকালে আটটি সোনার বারসহ আটক ১

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২১  

দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে আটটি সোনার বারসহ গুলজার হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাত ৭টার দিকে বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের কাটলা বাজার প্রবেশ মুখে বিদ্যুতের কাঠের স-মিলে সোনার বারসহ গোলজার রহমানকে আটক করা হয়।

আটক গোলজার রহমান কাটলা ইউপির দক্ষিণ দামোদারপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

বিরামপুর থানা ওসি সুমন কুমার মহন্ত জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সীমান্তঘেঁষা কাটলা বাজারে সোনার বারসহ বেশ কয়েকজন ঘোরাফেরা করছে- এমন সংবাদের ভিত্তিতে কাটলা প্রবেশ মুখে বিদ্যুতের কাঠের স মিলে গোলজার হোসেনের সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়।

গোলজার ওই মিলের কাঠের গুড়ির নিচে সোনার বারগুলো রেখে পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ তাকে হাতেনাতে আটক করে আটটি সোনার বারগুলো উদ্ধার করে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –