• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

সূচকের বড় উত্থানে শেষ হলো সপ্তাহ

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২১  

দেশের উভয় পুঁজিবাজারে সূচকের বড় উত্থানের মাধ্যমে শেষ হয়েছে লেনদেন। এদিন উভয় পুঁজিবাজারে লেনদেনের পাশাপাশি বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর। ডিএসই ও সিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেন হয়েছে ৫৫৬ কোটি ৪২ লাখ ১২ হাজার টাকা। যা আগের দিনের তুলোনায় ৪৫ কোটি টাকা বেশি লেনদেন হয়েছে। মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছে ৫১১ কোটি ৯৩ লাখ ৬৪ হাজার টাকা।

এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৫৫টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ২১৬টির, কমেছে ৯০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

বৃহস্পতিবার সিএসইতে মোট লেনদেন হয়েছে ১৯ কোটি ২৭ লাখ ৬১ হাজার ৯৯৩ টাকা। যা আগের দিনের তুলনায় ছয় কোটি টাকা কম। এদিন সিএসইর লেনদেনে অংশ নেয়া ২২৯টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৪৯টি কোম্পানির। দর কমেছে ৬১টি কোম্পানির। অপরিবর্তিত রয়েছে ১৯টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

জানা গেছে, বৃহস্পতিবার ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স সূচক ৫১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে পাঁচ হাজার ৩১০ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২০৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ২৬ পয়েন্টে।

অপর দিকে, সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৮৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৩৮১ পয়েন্টে। সিএসইএক্স সূচক ১১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে নয় হাজার ২৭৯ পয়েন্টে। সিএসই-৩০ সূচক ১০০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ৮২৫ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১৬৯ পয়েন্টে। সিএসআই ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৭৬ পয়েন্টে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –