• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

সেতাবগঞ্জ পৌর মেয়র পদে জয় পেলেন আওয়ামী লীগের আসলাম

প্রকাশিত: ২২ জুন ২০২১  

দিনাজপুরের সেতাবগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী মো. আসলাম। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার ছন্দা পাল। নির্বাচনে ভোট পড়েছে ৭১ দশমিক ৭৪ শতাংশ।

নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী (নৌকা) মো. আসলাম পেয়েছেন ১০ হাজার ৯২৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী (জগ) মো. নাহিদ বাসার চৌধুরী পেয়েছেন ২ হাজার ৮৫০ ভোট।

নির্বাচনে অপর ৩ প্রার্থী স্বতন্ত্র (মোবাইল) নাজমুন নাহার মুক্তি ৮১১, স্বতন্ত্র প্রার্থী (নারিকেল গাছ) হাবিবুর রহমান দুলাল ৫৪৫ ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রার্থী (হাতুড়ি) রশিদুল ইসলাম ১৩১ ভোট পান।

এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হয়। পৌর শহরের ১০টি ভোট কেন্দ্রের ৭৪টি বুথে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার সংখ্যা ২১ হাজার ৩৫৮ জন। এর মধ্যে পুরুষ ১০ হাজার ৩২৬ এবং মহিলা ১১ হাজার ৩২ জন ভোটার রয়েছেন। 

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –