• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

সেতাবগঞ্জ সুগার মিলের চিমনি থেকে পড়ে নিহত ১: আহত ২

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২০  

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় সেতাবগঞ্জ সুগার মিলের চিমনি থেকে পড়ে আতাউর রহমান (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টায় সেতাবগঞ্জ সুগার মিলে প্রায় ১৫০ ফিট উচু টিমনি রং কলাকালীন সময় শিকল ছিড়ে পড়ে এই দুর্ঘটনা ঘটে। 

সেতাবগঞ্জ সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক এসএম জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।  এসময় নিহতের ভাইসহ দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আহতদের দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহত শ্রমিক আতাউর রহমান একই উপজেলা আটগাঁও পাখিপাড়ার কোবাজ উদ্দীনের ছেলে। গুরুতর আহতরা হলেন নিহত আতাউর রহমানের ছোট ভাই খালেদুর রহমান (৪০) ও একই এলাকার আতাউর রহমানের ছেলে মুরাদ (২৮)।

নিহত ও আহত শ্রমিকরা আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তির ঠিকাদারি প্রতিষ্ঠান প্রগতি ইঞ্জিনিয়ারিং ওয়ার্সের অধীনে কর্মরত ছিলেন।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –