• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

স্কুলমাঠে বসে মাদক সেবনের দায়ে ২ যুবকের জেল

প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২২  

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় বিদ্যালয় মাঠে প্রকাশ্যে গাঁজা সেবনের অপরাধে দুই মাদকসেবীকে তিন মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বেলা দেড়টায় নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান সরকার।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার কমলদারপুর গ্রামের নাজিম উদ্দীনের ছেলে ও জামিরুল ইসলাম জগন্নাথপুর গ্রামের আবদুল মজিদের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অভিযান চালানো হয়। এ সময় দুজনকে মাদকসেবন অবস্থায় হাতেনাতে আটক করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে জরিমানা করেন।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, মাদকসেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড প্রাপ্ত দুজনকে মঙ্গলবার বিকেলে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –