• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

স্বামীর বাইক থেকে ছিটকে ট্রাকের নিচে স্ত্রী, মুহূর্তেই গেল প্রাণ

প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২৩  

দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের সোনালী ব্যাংকের সামনে স্বামীর মোটরসাইকেলে বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি ফেরার পথে ট্রাকচাকায় রেশমা আক্তার (২১) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় স্বামী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

বুধবার বিকেল ৫টার দিকে দিনাজপুর পৌর শহরে এ দুর্ঘটনা ঘটে। নিহত রেশমা হাকিমপুর উপজেলার খট্টা মাধবপাড়া বলরামপুর গ্রামের ফসিউল কায়সারের স্ত্রী।

পুলিশ জানায়, বুধবার বিকেলে মোটরসাইকেলে পার্বতীপুর শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়ি ফিরছিলেন স্বামী-স্ত্রী। সোনালী ব্যাংকের সামনে একটি ভ্যানে মোটরসাইকেলটি ধাক্কা খায়। এতে পেছনে থাকা রেশমা আক্তার সড়কে ছিটকে পড়েন। এ সময় দিনাজপুর থেকে ছেড়ে আসা মালবাহী লরি তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

বিরামপুর থানার পরিদর্শক এরশাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, রেশমার মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। লরিটি উদ্ধার করা হয়েছে। তবে চালককে আটক করা সম্ভব হয়নি।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –