• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

স্বাস্থ্যবিধি মেনে ২ মাস পর পার্বতীপুর-ঢাকা ট্রেন চলাচল শুরু

প্রকাশিত: ১ জুন ২০২০  

করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে দেশের প্রধান সরকারি গণপরিবহন বাংলাদেশ রেলওয়ের যাত্রীবাহী ট্রেন চলাচল ২ মাস ৬ দিন বন্ধ থাকার পর রোববার থেকে সীমিত পরিসরে আবার চলাচল শুরু করেছে। 

ট্রেন চালুর প্রথম দিনে দেশের উত্তরের জেলা পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন রোববার বেলা ৩টা ১৫ মিনিটে পার্বতীপুর রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে এসে থামে। ২০ মিনিট পর স্বল্পসংখ্যক যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। ট্রেন চলাচলের প্রথম দিনে আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সব যাত্রীকে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে ও শারীরিক দূরত্ব বজায় রেখে আসনে বসে থাকতে দেখা যায়। 

জানা যায়, আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেসে পার্বতীপুরে বরাদ্দ যাত্রী সংখ্যা ১১২ জন। কিন্তু স্বাস্থ্যবিধি মেনে যাত্রীবাহি ট্রেন পরিচালনার সরকারি সিদ্ধান্তের কারণে এ ট্রেনে বরাদ্দের শতকরা ৫০ ভাগ অর্থাৎ পার্বতীপুরের মাত্র ৫৬ জন যাত্রী অনলাইনে টিকিট করার সুযোগ পেয়েছেন। সারাদেশে সীমিত পরিসরে কেবলমাত্র আন্তঃনগর যাত্রীবাহি ট্রেন চলাচলের সিদ্ধান্তের অংশ হিসেবে গতকাল উত্তরাঞ্চলে আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেসে ট্রেন চলাচল শুরু হয়। আগামী ৩ জুন কুড়িগ্রাম-ঢাকার মধ্যে চলাচলকারী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি পার্বতীপুর হয়ে আবারো যাতায়াত শুরু করবে বলে রেলের একটি সূত্রে জানা গেছে। প্রথম দিনের যাত্রায় আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেসের পরিচালনার দায়িত্বে ছিলেন কন্ডাক্টর গার্ড ইকবাল বাহার ও ইনচার্জ গার্ড জাহাঙ্গীর আলম। 

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –