• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি মিলন, সাধারণ সম্পাদক কবির

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২১  

হাকিমপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে টানা তৃতীয় বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন বৈশাখী টেলিভিশনের হিলি প্রতিনিধি গোলাম মোস্তাফিজুর রহমান মিলন, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বাংলাভিশনের মুরাদ ইমাম কবির।

শুক্রবার (১৯ নভেম্বর) স্টেশন রোডস্থ প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে বিকেলে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্টিত হয়। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন আনারুল ইসলাম টুকু।

এদিকে, ভোট গণনা শেষে দেখা যায় ১৮ ভোট পেয়ে তৃতীয় বারের মতো সভাপতি নির্বাচতি হয়েছেন গোলাম মোস্তাফিজুর রহমান মিলন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহিদুল ইসলাম পেয়েছেন ১৭ ভোট।

অন্যদিকে, ২২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন মুরাদ ইমাম কবির। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনোয়ার হোসেন বুলু পেয়েছেন ১৪ ভোট।

এর বাইরেও, সহ-সভাপতি পদে সিরাজুল ইসলাম ২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রবিউল ইসলাম সুইট পেয়েছেন ১৭ ভোট এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে ২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মাসুদুল হক রুবেল, তার নিকটতম প্রার্থী তাছির উদ্দিন বাপ্পী পেয়েছেন ৮ ভোট।

প্রসঙ্গত, নির্বাচনে প্রেসক্লাবের ৩৯ সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –