• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

হাকিমপুরে চাল মজুদ ও কীটনাশক স্প্রে করায় জরিমানা

প্রকাশিত: ১৬ জুন ২০২২  

দিনাজপুরের হাকিমপুরে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি করা চালের গুদামে অভিযান চালিয়ে চাল মজুদ ও ক্ষতিকর কীটনাশক স্প্রে করার দায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জরিমানা করেছে। 

এসময় দীর্ঘদিন ধরে চাল মজুদ ও মানবদেহের জন্য ক্ষতিকর কীটনাশক স্প্রে করার অপরাধে ওই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও স্প্রে করা চাল ধ্বংসের নির্দেশ দেওয়া হয়।

বৃহস্পতিবার দুপুরে হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর এলাকার নবিবুল ট্রেডার্সের এক গুদামে এ অভিযান চালানো হয়। 
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম জানান, হিলি স্থলবন্দরের চাল ব্যবসায়ী নবিবুল ইসলাম আমদানি করা চাল বাজারে সরবরাহ না করে দীর্ঘ ৯-১০ মাস ধরে তার নিজস্ব গুদামে মজুদ করে রেখেছেন। এমন খবর পেয়ে বৃহস্পতিবার হিলি স্থলবন্দর এলাকার পালপাড়া এলাকায় নবিবুল ট্রেডার্সের এক গোডাউনে অভিযান চালানো হয়।

এসময় চালের পোকামাড়ার জন্য মানবদেহের জন্য ক্ষতিকর কীটনাশক স্প্রে করা এবং দীর্ঘদিন ধরে চাল মজুদ করার অপরাধে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। সেই সাথে যে চালগুলিতে কীটনাশক স্প্রে করছিলেন সেগুলো ধ্বংস করার নির্দেশনা দেওয়া হয়েছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –