• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

হাকিমপুরে পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার

প্রকাশিত: ১ নভেম্বর ২০২২  

হাকিমপুরে পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার                      
দিনাজপুরের হাকিমপুরে মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত পরিত্যক্ত অবস্থায় দুটি মর্টার শেল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে উপজেলার মহেশপুর এলাকা থেকে মর্টার শেলগুলো উদ্ধার করে পুলিশ। 

হাকিমপুর থানার ওসি আবু সায়েম মিয়া জানান, উপজেলার আলীহাট ইউনিয়নের মহেশপুর গ্রামের ইউসুফ আলী তার নিজের জমিতে কোদাল দিয়ে মাটি প্রস্তুত করছিলেন। এসময় মাটিতে কোপ দিলে লোহার শব্দ পান তিনি। একপর্যায়ে ওই স্থান থেকে দুটি মর্টার শেল উদ্ধার করেন, পর স্থানীয় গ্রাম পুলিশ থানায় খবর দিলে পরিত্যক্ত মর্টার শেল দুটি থানায় নিয়ে যায় পুলিশ।

ওসি জানান, মর্টার শেল দুটি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ব্যবহার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।   

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –