• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

হাবিপ্রবিতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা

প্রকাশিত: ২৩ জুন ২০২২  

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) আন্তঃঅনুষদীয় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়েছে। 

বৃহস্পতিবার দুপুর আড়াইটায় হাবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের আয়োজনে ও ডিবেটিং সোসাইটি অব এইচএসটিইউ এর সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-১ এ আন্তঃঅনুষদীয় দূর্নীতি বিরোধী এ বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উক্ত প্রতিযোগিতার উদ্বোধন করেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান। 

ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. ইমরান পারভেজের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, প্রক্টর প্রফেসর ড. মো. মামুনুর রশীদ এবং সঞ্চালনায় ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের সহকারী পরিচালক মো. মাইন উদ্দিন রাসেল প্রমুখ। 

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –