• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

হাবিপ্রবিতে মেয়েদের আত্মরক্ষা প্রশিক্ষণের সনদ বিতরণ

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২২  

হাবিপ্রবিতে মেয়েদের আত্মরক্ষা প্রশিক্ষণের সনদ বিতরণ                   
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) মেয়ে শিক্ষার্থীদের সপ্তাহব্যাপী আত্মরক্ষার কৌশল ও আত্মবিশ্বাস উন্নয়ন প্রশিক্ষণ অংশগ্রহণকারী শতাধিক শিক্ষার্থীকে সনদ বিতরণ করে হাবিপ্রবি গ্রীন ভয়েস।

গত বুধবার (৭ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ ভবনের ৫০৩ নম্বর রুমে উক্ত সনদ বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে গ্রীন ভয়েস হাবিপ্রবি শাখা। 

অধ্যাপক ড. রোজিনা ইয়াসমিন (লাকী)-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীন ভয়েসের প্রধান সমন্বয়ক ও প্রতিষ্ঠাতা মো. আলমগীর কবির গ্রীন ভয়েসের উপদেষ্টা অধ্যাপক ড. বিকাশ চন্দ্র সরকার, মোহাম্মদ সাইফুদ্দিন দুরুদ, গ্রীন ভয়েসের রংপুর বিভাগীয় সমন্বয়ক মুনসেফা তৃপ্তি এবং সপ্তাহব্যাপী প্রশিক্ষণের প্রশিক্ষকগণ।

এসময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম সাধারণ সম্পাদক ও গ্রীন ভয়েসের উপদেষ্টা স্থপতি ইকবাল হাবিব।

অতিথিবৃন্দের বক্তব্যের পরে অতিথি ও প্রশিক্ষকদের  সম্মাননা স্মারক প্রদান করে গ্রীন ভয়েস। এরপর প্রশিক্ষণপ্রাপ্ত মেয়ে শিক্ষার্থীরা অতিথিদের হাত থেকে সনদপত্র গ্রহণ করেন।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –