• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

হিলি সীমান্তে ভারত-বাংলাদেশের ব্যবসায়ীদের বৈঠক অনুষ্ঠিত

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২৩  

    
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি আরও গতিশীল করতে দুই দেশের ব্যবসায়ীদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ জানুয়ারি) বিকেল ৪টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের পাশে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে ভারতের হিলি এক্সপোর্টারস অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি অশোক কুমার মণ্ডল, সাধারণ সম্পাদক দিলীপ কুমারের নেতৃত্বে ১২ সদস্যের একটি ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধি দল অংশ নেয়। এতে বাংলাদেশের পক্ষে বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রহমান লিটন, সহ-সভাপতি শাহিনুর রেজা ও যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ হোসেন রাসেলের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়।

বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি শাহিনুর রেজা বলেন, আজ দুই দেশের আমদানি রপ্তানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ীদের মাঝে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম আরও গতিশীল করতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে পণ্য খালাস করে দ্রুত যেন খালি ট্রাকগুলো ভারতে ফেরত যায় সে ব্যবস্থার বিষয়ে আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, প্রতিদিন সকাল সকাল যেন বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয় সে বিষয়ে আলোচনা হয়েছে। বন্দর দিয়ে পণ্য আমদানি কার্যক্রম পরিচালনা করতে দুই দেশের অভ্যন্তরে বিরাজমান সমস্যাগুলো নিয়ে আলোচনা হয়। এছাড়া দুই দেশের ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে সেগুলো সমাধানের সিদ্ধান্ত হয়।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –