• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু

প্রকাশিত: ৬ জুলাই ২০২২  

দেশের বাজারে দাম স্বাভাবিক রাখতে দুই মাস বন্ধের পর আবারও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। আমদানি শুরু হওয়ায় খুশি বন্দরের ব্যবসায়ীরা।

মঙ্গলবার (৫ জুলাই) সন্ধ্যা ৬টায় ভারত থেকে পেঁয়াজ বোঝাই একটি ট্রাক বন্দরের প্রবেশের মধ্যে দিয়ে পেঁয়াজ আমদানি কার্যক্রম শুরু হয়। প্রথম দিন ভারতীয় ১২ ট্রাকে ৩০০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে।

হিলি স্থলবন্দরের আমদানিকারক গ্রুপের সভাপতি হারুনুর রশিদ পেঁয়াজ আমদানি শুরুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মন্ত্রণালয় আমদানির অনুমতিপত্র (আইপি) না দেওয়ায় গত ৫ মে থেকে দেশের সব স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ হয়। কোরবানির ঈদে সরবরাহ স্বাভাবিক রাখতে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। 

ব্যবসায়ীরা বলেন, গেল ২৯ মার্চ আইপি মেয়াদ শেষ হলেও দেশের বাজার স্বাভাবিক রাখতে সরকার পেঁয়াজ আমদানির অনুমতি দেয় ৫ মে পর্যন্ত। ৫ মে পর সরকার দেশের কৃষকের কথা চিন্তা করে নতুন করে আইপি না দেওয়ায় গেল দুই মাস পেঁয়াজ আমদানি বন্ধ থাকে। দুই মাস বন্ধের পর দেশের বাজার স্বাভাবিক রাখতে আবারও পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়ায় মঙ্গলবার থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। পেঁয়াজ আমদানির ফলে বাজারে দাম কমে আসবে বলেও জানান ব্যবসায়ীরা।

এদিকে ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে দেশি পেঁয়াজ কেজিতে ৬-১০ টাকা কমেছে। যে পেঁয়াজ খুচরা বাজারে বিক্রয় হয়েছে ৫০ টাকা, সেই পেঁয়াজ মঙ্গলবার হিলিতে বিক্রি হচ্ছে ৪০ টাকা দরে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –