• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২১  

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের কারণে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি বন্ধ রয়েছে। সোমবার (২৬ এপ্রিল) বন্ধ রয়েছে বাণিজ্য কার্যক্রম।

তবে বন্দর অভ্যন্তরের পানামা পোর্টে লোড-আনলোডের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। হিলি স্থলবন্দর আমদানি-রফতানি কারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন মাস্টার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন সোমবার। এ কারণে হিলি স্থলবন্দর দিয়ে পণ্য বানিজ্য বন্ধ থাকবে। তবে পানামা পোর্ট থেকে দেশের বিভিন্ন অঞ্চলে পণ্য পাঠানোর কাজ স্বাভাবিক রয়েছে।

মঙ্গলবার (২৭ এপ্রিল) থেকে যথানিয়মে আবারও আমদানি-রফতানি কার্যক্রম চালু হবে বলে জানান তিনি।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –