• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

হিলিতে কমতে শুরু করেছে চালের দাম

প্রকাশিত: ২ জুন ২০২২  

দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারি ও খুচরা বাজারে কমতে শুরু করেছে চালের দাম। কেজিপ্রতি ২ থেকে ৪ টাকা কমেছে দাম। মিনিকেট চাল দুই দিন আগে কেজিপ্রতি বিক্রি হয়েছিল ৬৬ টাকায়, বর্তমানে বিক্রি হচ্ছে ৬৪ টাকায় এবং স্বর্ণা জাতের চাল কেজিপ্রতি ৪ টাকা কমে বিক্রি হচ্ছে ৪৬ টাকায়। সরকারিভাবে বাজার মনিটরিংয়ের কারণেই কমতে শুরু করেছে দাম এবং নতুন ধানের চাল বাজারে এলে আরো দাম কমবে, বলছেন ব্যবসায়ীরা।

দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। বৃহস্পতিবার (০২ জুন) দুপুরে হিলির চালের বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।  

চাল কিনতে আসা মোয়াজ্জেম হোসেন বলেন, 'এখন তো বোরো ধানের মৌসুম। তবু কেন চালের দাম বাড়ছে? আমরা গরিব মানুষ। যে টাকা আয় করি তা বাজার করতেই শেষ হয়। ' তবে প্রশাসনের নজরদারিতে কিছুটা কমেছে চালের দাম। চালের দাম নিয়ন্ত্রণে রাখতে জরুরিভাবে নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবাা জানান সাধারণ ক্রেতারা।   

হিলি বাজারের চাল বিক্রেতা বাবুল হোসেন বলেন, সরকারের পক্ষ থেকে বাজার মনিটরিংয়ের কারণে কমতে শুরু করেছে চালের দাম। তবে মিল মালিকরা নতুন ধানের চাল এখনো বাজারের ছাড়েননি। নতুন ধানের চাল বাজারে ছাড়লে  চালের দাম আরো কমে যাবে। চালের দাম কিছুটা কমেছে, তবে ক্রেতা নেই।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –