• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

হিলিতে কমেছে দেশি পেঁয়াজের দাম

প্রকাশিত: ৭ জুলাই ২০২২  

দুই মাস বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। আমদানি শুরু হওয়ায় স্থানীয় বাজারে কমতে শুরু করেছে দেশি পেঁয়াজের দাম।

হিলি বাজার ঘুরে দেখা গেছে, ভারত থেকে বেশ কয়েক প্রকার পেঁয়াজ আমদানি হয়েছে। এর মধ্যে ইন্দোর ও নাসিক দুই জাতের পেঁয়াজ বেশি আমদানি হয়েছে। ইন্দোর জাতের পেঁয়াজ ২৫ টাকা কেজি দরে আর নাসিক জাতের পেঁয়াজ ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দেশি পেঁয়াজ বিক্রয় হচ্ছে ৩৫ থেকে ৩৬ টাকায়।

হিলি স্থলবন্দর থেকে পেঁয়াজ ব্যবসায়ী রেজাউল ইসলাম বলেন, বেশ কিছুদিন বন্ধের পর আবারো ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা অর্ডার দিতে শুরু করেছেন। দাম কম থাকায় চাহিদা অনুযায়ী বন্দর থেকে পেঁয়াজ কিনে নিচ্ছেন পাইকাররা।

হিলি বাজারের পেঁয়াজ ব্যবসায়ী শাকিল আহম্মেদ বলেন,কয়েক দিন আগে বাজারে ভারতীয় পেঁয়াজ ছিল না বললেই চলে। এখন ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় দেশি পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। আগে যেখানে ৪০ টাকা কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছিল দু’দিনের ব্যবধানে এখন ৩৫ টাকায় বিক্রি হচ্ছে। আর ভারতীয় পেঁয়াজ প্রকার ভেদে ২৫ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে।

আফজাল হোসেন নামের এক ভ্যানচালক বলেন, কয়েকদিন আগে হিলি বাজারে দেশি পেঁয়াজের দাম ৫০ থেকে ৫৫ টাকা উঠেছিল। ভেবেছিলাম দাম আরও বাড়বে কিন্তু ভারতীয় পেঁয়াজ বাজারে আসায় দাম অনেকটা হাতের নাগালেই আছে। এতে আমাদের মতো মানুষের উপকার হয়েছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –