• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

হিলিতে কমেছে সবধরনের সবজির দাম

প্রকাশিত: ১৫ জুন ২০২২  

সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দিনাজপুরের হিলিতে সবধরনের সবজির দাম কমেছে। সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে কেজি প্রতি সবজির দাম কমেছে ১৫ থেকে ২০ টাকা। সবজির দাম কমায় কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। আবহাওয়া ভালো ও বাজারে সবজির পর্যাপ্ত সরবরাহ থাকায় দাম কমেছে বলে জানান ব্যবসায়ীরা।

সরেজমিন হিলি বাজারের খুচরা দোকানগুলো ঘুরে দেখা গেছে, সপ্তাহখানেক আগেও ঢেঁড়শ বিক্রি হচ্ছিল ৪০ টাকা কেজি। এখন দাম কমে বিক্রি হচ্ছে ১০ টাকা। এছাড়া ২৫ টাকার পটোল ১৫ টাকা, ৪০ টাকা কেজির করলা ২৫ টাকা, ৬০ টাকার কাঁচামরিচ ৩০ টাকা, ৪০ টাকার বেগুন ২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আগে এক হালি লেবু ২০ টাকায় বিক্রি হলেও এখন দাম কমে হয়েছে ৬ টাকা।

আসলাম হোসেন নামের এক ক্রেতা জাগো নিউজকে বলেন, ‘গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে সবজির দাম অনেকটা কম। এভাবে দাম কম থাকলে আমাদের সংসারে অনটন হয় না। আমরা গরিব মানুষ দিন আনি দিন খাই। দাম যত কম হবে ততই আমাদের জন্য ভালো।’

সবজিবিক্রেতা আলম বলেন, ‘বাজারে সবধরনের সবজির সরবরাহ বেড়েছে। এতে দামে খুব একটা প্রভাব পড়েছে না। দাম কম হলেও বেচাবিক্রি আগের চেয়ে বেশি হচ্ছে।’

আবু রায়হান নামের আরেক ব্যবসায়ী বলেন, আমাদের এ এলাকায় গতবারের তুলনায় এবার সবজির ফলন ভালো হয়েছে। বাজারে সবজির সরবরাহ অনেক বেশি হওয়ায় দাম অনেকটা কমে গেছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –