• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

হিলিতে মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে যুবক নিহত

প্রকাশিত: ১৬ জুলাই ২০২২  

দিনাজপুরের হিলিতে মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে আব্দুল বাতেন নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মধ্যবাসুদেবপুর মাঠপাড়া এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। 

নিহত আব্দুল বাতেন জেলার হাকিমপুর উপজেলার মাঠপাড়া এলাকার মৃত আবু তালেবের ছেলে। 
 
জানা যায়, নিহতের ছোট ভাই ইনছান আলী মাদক ব্যবসায়ী ইমনের সঙ্গে মাদক বিক্রির টাকা নিয়ে ঝামেলা চলে আসছিলো। শুক্রবার বিকেলে আব্দুল বাতেন  বিষয়টি নিয়ে তাদের  মীমাংসা করে দেন। সন্ধ্যায় আবারো কথা কাটাকাটির জের ধরে ইমন মোটরসাইকেলে তিন যুবককে সঙ্গে নিয়ে মাঠপাড়া শামীমের দোকানের সামনে আব্দুল বাতেনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

হাকিমপুর থানার ওসি (তদন্ত) শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আটক করে আইনের আওতায় আনা হবে।  

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –