• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

হিলিতে সাড়ে ৭ হাজার পরিবারের মাঝে সেমাই চিনি বিতরণ

প্রকাশিত: ২৩ মে ২০২০  

পবিত্র ঈদুল-ফিতর উপলক্ষে হিলিতে পৌর এলাকার সাড়ে সাত হাজার পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত।

গতকাল শুক্রবার পৌর এলাকার ৯টি ওয়ার্ডে পর্যায়ক্রমে এসব পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। নিজে বাড়িতে বাড়িতে পৌঁছে সামাজিক দূরত্ব বজায় রেখে তাদের হাতে ঈদ উপহার তুলে দেন মেয়র।

এ ব্যাপারে মেয়র জামিল হোসেন চলন্ত বলেন, প্রধানমন্ত্রী নির্দেশনা অনুযায়ী করোনা পরিস্থিতির শুরু থেকে কর্মহীন অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা অব্যাহত রয়েছে। সামনে মুসলমানদের পবিত্র ঈদুল ফিতর। এ আনন্দ সকলে যেন ভোগ করতে পারে সেজন্য আমি আমার পৌর এলাকার করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়ে ধনী গরীব সকল পরিবারকে ঈদের সামগ্রী বিতরণ করছি।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –