• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

হিলিতে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা, যুবকের কারাদণ্ড

প্রকাশিত: ৮ অক্টোবর ২০২০  

দিনাজপুরের হিলিতে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে রফিকুল ইসলাম নামে এক যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বিকেল সাড়ে পাঁচটায় হাকিমপুরের ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রাফিউল আলম এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম উপজেলার বোয়ালদাড় ইউপির পাইকপাড়া গ্রামের সুলতান মাহমুদের ছেলে।

রাফিউল আলম বলেন, পাইকপাড়া গ্রামে শ্লীলতাহানির নষ্ট করার উদ্দেশে অপরাধমূলক বলপ্রয়োগ করার ঘটনা ঘটছে এমন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশসহ আমরা উপস্থিত হই। এ সময় অভিযোগকারীর বক্তব্য এবং যার বিরুদ্ধে অভিযোগ তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। 

পরে রফিকুল ইসলাম আমাদের কাছে স্বীকার করেন যে তিনি এই ধরনের একটি ঘটনা ঘটিয়েছেন ও ভুল করেছেন মর্মে আমাদের কাছে ক্ষমাও চান। পরে তাকে সেই অপরাধে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –