• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

২০২৪ সালের পরে মহাকাশ স্টেশন প্রকল্প ছাড়ার সিদ্ধান্ত রাশিয়ার

প্রকাশিত: ২৭ জুলাই ২০২২  

২০২৪ সালের পরে মহাকাশ স্টেশন প্রকল্প ছাড়ার সিদ্ধান্ত রাশিয়ার           
রাশিয়া ২০২৪ সালের পরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) প্রকল্প ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার রুশ মহাকাশ সংস্থা রোসকসমসের নতুন প্রধান ইউরি বোরিসভ এ কথা জানিয়েছেন।

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ক্রেমলিনে এক বৈঠকের সময় এ কথা জানান বোরিসভ। তিনি বলেন, মস্কো আইএসএস প্রকল্পের অংশ হিসেবে বিদেশি অংশীদারদের প্রতি নিজেদের বাধ্যবাধকতা পূরণ করতে চায়। তবে এ স্টেশন থেকে ২০২৪ সালের পর সরে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ সময়ের মধ্যে আমরা একটি রুশ অরবিটাল স্টেশন শুরু করব।
 
তার ভাষ্যমতে, রাশিয়ার মানুষবাহী মহাকাশ ফ্লাইটগুলো একটি নিয়মতান্ত্রিক বৈজ্ঞানিক কর্মসূচির অংশ হওয়া উচিত। এতে প্রতিটি মিশন দেশটিকে নতুন জ্ঞান সরবরাহ করবে।

২০৩০ সাল পর্যন্ত আইএসএস নাসা পরিচালনা করার পরিকল্পনা করেছে। রোসকসমসের সাবেক প্রধান দিমিত্রি রোগজিন ভবিষ্যতবাণী করেছেন যে, মেরামতের জন্য বড় অংকের বিনিয়োগ না করা হলে বিচ্ছিন্ন হয়ে যাবে আইএসএস। বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতির কারণে স্টেশনটিকে কক্ষপথে রাখার প্রচেষ্টা রাশিয়ার পক্ষে আর সম্ভব না বলেও জানিয়েছেন রোসকসমসের সাবেক প্রধান।

আইএসএস ১৯৯৮ সালে রাশিয়ান, আমেরিকান, জাপানি, কানাডিয়ান ও ইউরোপীয় মহাকাশ সংস্থাগুলোর যৌথ প্রচেষ্টা হিসেবে চালু করা হয়েছিল।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –