• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

৩ দিন বিছানায় পড়ে ছিল ব্যবসায়ীর লাশ

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২২  

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় নিজ বাসার বিছানা বখতিয়ার হোসেন নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে সৈয়দপুর পৌর শহরের পুরাতন বাবুপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত বখতিয়ার হোসেন একই এলাকার সালামত আলীর ছেলে। বখতিয়ার পেশায় একজন লন্ড্রি ব্যবসায়ী ছিলেন।

স্থানীয়রা জানান, বখতিয়ার হোসেনের সঙ্গে বাড়িতে তার মানসিক ভারসাম্যহীন বড় দুই বোন থাকতেন। তিনদিন ধরে বখতিয়ারের দোকান বন্ধ থাকায় স্থানীয় একজন তার বাড়িতে গেলে দুর্গন্ধ পান। তিনি পরে বাসার একটি কক্ষের বিছানায় বখতিয়ারের লাশ দেখতে পান।

এ বিষয়ে বখতিয়ারের বড় ভাই এখলাক মিয়া জানান, বখতিয়ার দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। মানসিক ভারসাম্যহীন হওয়ায় দুই বোন তার মৃত্যুর সংবাদ কাউকে জানাতে পারেননি। বুধবার কোনো এক সময় বখতিয়ারের মৃত্যু হয়।

সৈয়দপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, বখতিয়ারের পরিবারের সদস্যরা মানসিক ভারসাম্যহীন বলে জানতে পেরেছি। কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –