• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

ব্রিটেনে বাংলাদেশিদের মুখ উজ্জ্বল করলেন ফারহানা আহমদ

প্রকাশিত: ২ জুলাই ২০২১  

ব্রিটেনে রেকর্ডের পাতায় নাম লেখালেন ফারহানা আহমদ। বাংলাদেশি বংশোদ্ভূত এই শিক্ষার্থী বিশ্বখ্যাত লন্ডন ইউনিভার্সিটির দ্য সিটি ল স্কুলের আইন বিভাগের অতীতের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ নম্বর পেয়েছেন।  গড় নম্বর ৭৬.৩% পেয়ে এলএলবিতে প্রথম শ্রেণিতে প্রথম হয়েছেন। তিনি যুক্তরাজ্যের হাইকোর্টের বিচারপতি হওয়ার স্বপ্ন দেখছেন।

লন্ডনে জন্ম নেয়া ফারহানার পৈত্রিক নিবাস সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের বাহাড়া দুবাগ গ্রামে।

ফারহানা বলেন, আমি আলোকিত সমাজ ও কমিউনিটি বিনির্মাণে এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখতে চাই।

এ বছর সেপ্টেম্বরে বার-এট-ল এবং এলএলএম-এ ভর্তি হবেন ফারহানা। এরইমধ্যে তিনি তিনটি বিশ্বখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বার-এট-ল কোর্স এবং একইসঙ্গে এলএলএম করার অফার পেয়েছেন। 

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –