• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

দিনাজপুরের হাকিমপুরের হিলিতে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট

প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৪  

দিনাজপুরের হাকিমপুরের হিলিতে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ১৫ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ এপ্রিল) সকাল ১১ টায় হাকিমপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের আয়োজনে হাকিমপুর সরকারি ডিগ্রি কলেজের হলরুমে উপজেলা ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,ঢাকা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ভাইস চেয়ারম্যান মোছাঃ ফাহমিদা সুলতানা।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর (ক) অঞ্চলের ডিরেক্টর মোঃ জিল্লুর রহমান, উপজেলা সমবায় অফিসার প্রদীপ কুমার সরকার, ক্লাব এর জেলা সহকারী ব্যবস্থাপক হাবিবুর রহমান, বিরামপুর ক্লাব এর চেয়ারম্যান মোকারম হোসেন, ফুলবাড়ি উপজেলা ক্লাব এর চেয়ারম্যান আবুল হাসান মিলন, হাকিমপুর ক্লাব সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, সহ-সভাপতি রবিউল ইসলাম টুটুল, ডিরেক্টর নার্গিস পারভীন, ট্রেজারার আজিনুর রহমান,কাওসার রহমান, উপজেলা ক্লাব এর ব্যবস্থাপক মোঃ মোস্তাকিম, প্রোগ্রাম অফিসার আবদুল আলিম,অফিস সহায়ক মিনহাজুল ইসলামসহ তিন উপজেলার শিক্ষকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দিনাজপুর জেলা ক্লাব এর ব্যবস্থাপক তাপস কুমার। এরপর সাধারণ সম্পাদক মামুনুর রশীদ বার্ষিক বাজেট পেশ করেন। পরে  বাজেট অনুমোদন করা হয়। সভায় বক্তারা ক্লাব ক্রেডিট ইউনিয়নের শিক্ষক কর্মচারীদের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করা হয়। শেষে সকল সদস্যদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

 

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –