• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি চালু

প্রকাশিত: ২ মে ২০২৪  

আন্তার্জাতিক মে দিবস উপলক্ষে বুধবার একদিন ছুটি শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি পুনরায় চালু হয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মাঝে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল। 

বৃহস্পতিবার বেলা ১১ টায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক বন্দর অভ্যন্তরে প্রবেশের মধ্যে দিয়ে এ কার্যক্রম শুরু হয়। 

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন জানান, বুধবার মে দিবস উপলক্ষে সরকারী ছুটি থাকায় হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ বন্দর অভ্যন্তরে সকল কার্যক্রম বন্ধ ছিল। উভয় দেশের ব্যবসায়ীদের পূর্ব সীদ্ধান্ত মোতাবেক বৃহস্পতিবার থেকে পুনরায় আমদানি-রপ্তানি চালু হয়েছে।

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –